• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
প্রফেসর শামসুর রহমান সেলুর ৫ম মৃত্যু বার্ষিকী আজ

ছবি-সংগৃহীত

প্রফেসর শামসুর রহমান সেলুর ৫ম মৃত্যু বার্ষিকী আজ।

সরকারী রাজেন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র ও শিক্ষক অধ্যাপক এটিএম শামসুর রহমান তার অগ্রজদের কাছে ছিলেন সেলু আর অনুজদের কাছে পরিচিত ছিলেন সেলুভাই হিসেবে ।
তার অগুনতি ছাত্র-ছাত্রী ও স্কাউটরা ডাকতো সেলু স্যার ।
চর কমলাপুরের অধিবাসী প্রফেসর শামসুর রহমান পড়াশোনা করেছেন ফরিদপুর জিলা স্কুল , রাজেন্দ্র কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ।
শিক্ষকতা করেছেন মাদারীপুর নাজিমুদ্দিন কলেজ , ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ , ঢাকার শহীদ সোহরাওয়ার্দি কলেজ আর খুলনা বি.এল. কলেজে ।
সাথে সাথে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানেও কর্মরত ছিলেন ।
পদার্থবিজ্ঞানের একজন সুশিক্ষক ও সফল লেখক ছিলেন প্রফেসর শামসুর রহমান । কিন্তু এটি তার পরিচয়ের একটি দিক মাত্র –পেশাগত ।
ষাটের দশকে তিনি একাধারে ছিলেন জাদরেল ছাত্রনেতা এবং সফল ক্রীড়াবিদ।
স্বাধীনতাত্তোর বাংলাদেশে কৃতি শিক্ষকের পাশাপাশি প্রগতিশীল শিশু আন্দোলন, বিজ্ঞান আন্দোলন, সাহিত্য ও সংস্কৃতির প্রাণ পুরুষ ছিলেন তিনি , সে মাদারীপুরই হোক বা ফরিদপুরেই হোক কিংবা রাজধানী ঢাকায় ।
ছিলেন ক্রীড়া সংগঠক এবং স্কাউট আন্দোলনের শীর্ষস্থানীয় কর্মকর্তা ।

ফরিদপুরের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়া জগৎ যে কয়জন শিক্ষকের অভাব দীর্ঘদিন অনুভব করবে অধ্যাপক শামসুর রহমান তাদের প্রথম কাতারের অন্যতম ।

##শতবর্ষী রাজেন্দ্র কলেজ পেইজ থেকে সংগৃহিত

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।