ফরিদপুরে সিক্সার সাইড ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে।
ফরিদপুর হাই স্কুল মাঠে সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্ট আজ শুক্রবার সকাল হতে শুরু হয়েছে। নক আউট পদ্ধতির এ টুর্ণামেন্টে মোট ২৪ টি দল অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টের আয়োজক জিহাদ। সার্বিক সহযোগিতা রয়েছে দোলন, শান্ত শাকিব ও সুরুজ। সারা দিনে মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ সংবাদ লেখা পর্যন্ত দিনের উদ্বোধনী ম্যাচে টেপাখোলা সিক্স স্টার ৪ উইকেটে তারার সংঘ লাল দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে তারার সংঘ লাল দল ৬৫ রান সংগ্রহ করে। জবাবে এক উইকেট হারিয়ে কেন টেপাখোলা সিক্স স্টার দল ৬৫ রান সংগ্রহ করে।
বিজয় দলের সাউথ ১১ রান করে হ্যান্ডেল দা বল বিয়মে আউট হয়।