আজ সোমবার ফরিদপুরে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদগুলোতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
আজ সকাল সাড়ে সাতটায় শহরের চকবাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সহ দুই শতাধিক মুসল্লী পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
নামাজের আগে বক্তব্য দেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আব্দুর রশীদ, স্হানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ মনিরুজ্জামান। এছাড়াও নামাজে অংশগ্রহন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ । নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইনামুল হাসান। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, ও জাতির কল্যাণ, সুখ-সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয়।
নামাজ আদায় শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বৈশ্বিক দুর্যোগ করোনা সরকার সুনিপুণতার সাথে মোকাবিলা করছে। সকলে মিলে সততার সাথে দায়িত্ব পালন করে আমরা করোনা জয় করব।