• ঢাকা
  • বুধবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
চরভদ্রাসন ভুবেন্বশ্বর নদে ৬টি বাঁধ অপসারন করলেন ইউএনও

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ-

। ফরিদপুরের চরভদ্রান উপজেলা নির্বাহী অফিসার তানজিলা
কবির ত্রপার নেতৃত্বে শুক্রবার বিকেল পর্যন্ত ভুবেন্বশ্বর নদের সর্দার ডাঙ্গী গ্রাম থেকে জাকেরের সুরা প্রাম পয়েন্ট পর্যন্ত জলমহালে গড়া মা মাছ নীধনকারী ৫টি ভেসাল বাঁধ ও একটি আড়াআড়ি বাঁধ সহ মোট ৬টি বাঁধ অপসারন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত উক্ত নদীর জোয়ারের পানিতে মা মাছগুলো চলাচল করে বংশ বিস্তার করছিল। স্থানীয় কিছু অসাধু জেলে নদীর বিভিন্ন পয়েন্টে ভেসাল বাঁধ ও
আড়াআড়ি বাঁধ দিয়ে বিভিন্ন প্রজাতীর মা মাছ নীধনযজ্ঞ চালাচ্ছিল।
তাই উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অবৈধ ভেসাল বাঁধ ও আড়াআড়ি বাঁধ অপসারন করেন। অভিযানের অন্যান্যরা হলেন-উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার এসআই অমিও মজুমদার, মোবাইল কোর্ট পেশকার মোঃ সাদ্দাম হোসেন ও আনসার ব্যটলিয়নের সদস্যবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্র জানান, মা মাছ নীধনকারীরা নদের মধ্যে বাঁশ, বানা ও জাল দিয়ে ঘিরে মাছ চলাচলের পথ বন্ধ করার পর ভেসাল পুতে মৎস্য সম্পদের ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। এছাড়া নদের কোনো কোনো পয়েন্টে পুরো জলমহালে আড়াআড়ি বাঁধ নির্মান করে ফাঁদ জালের মাধ্যমে মাছ শিকার করে চলছিল। ভ্রাম্যমান আদালত সবক’টি ভেসার বাঁধ ভেঙে গুড়িয়ে দিয়েছেন এবং নিষিদ্ধ জালগুলো জব্দর পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা
হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।