• ঢাকা
  • বুধবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
গোবিন্দগঞ্জে সবজির ট্রাকে ২৩০ বোতল ফেন্সিডিল, আটক-৩

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দ গঞ্জে রাত অনুমান ০৮.১৫ ঘটিকার সময় গোবিন্দ গঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর হতে ঢাকাগামী ট্রাক ঢাকা মেট্রো ড ১৪-৭৫৪৪ এ করে সবজির ভিতর কৌশলে মাদক নিয়ে যাবার সময় গোবিন্দগঞ্জ থানা গেটের সামনে আটক পূর্বক তল্লাশি করে এবং ট্রাকের ডালার মধ্যে থাকা দূটি সবজির বস্তার ভিতর তিনটি ব্যাগে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ফেনসিডিলের মূল মালিক ও মাদক ব্যবসায়ী আসামি ১)জামাল মন্ডল(৪৭) পিতা ছাবেদ আলি সাং তেকরা ডিয়াস থানাঃ নবাবগন্জ ট্রাকের ড্রাইভার আসামি ২) মিন্টু চন্দ্র দাস (৩৫) পিতা শ্রী রবীন্দ্র চন্দ্র সাং কাচঁ নগর শিপাই মন্ডলপাড়া ও আসামি হেলপার ৩)রুবেল ইসলাম (২৬) পিতা আমিনুল ইসলাম সাং রামপুর মন্ডল পাড়া উভয়ের থানা পার্বতীপুর সর্ব জেলা দিনাজপুরদের কে আটক করে। উল্লেখ্য: আসামিরা পরিকল্পিত ভাবে করোনার সুযোগে সবজির ট্রাকে করে এই ফেনসিডিল ঢাকা নিয়ে যাচ্ছিলো। উদ্ধারকৃত ফেন্সিডিল এর মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।