মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী গণ টিকা প্রদান কর্মসূচির অংশহিসেবে ও গণটিকা কার্যক্রম সফল করার লক্ষ্যে ফরিদপুর পৌরসভার উদ্যোগে
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সার্বিক নির্দেশনায় গণটিকা কার্যক্রম সফল করার লক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিন আজ প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে শহরের বিভিন্ন স্পটে গণ টিকা কার্যক্রম সফল এবং সাধারন মানুষকে তা উদ্বুদ্ধকরণে বিভিন্ন সচেতনতা মূলক সঙ্গীত পরিবেশন করা হয়।
এতে সঙ্গীত পরিবেশন করেন সুশীল কুমার সরকার, আইয়ুব আলী, প্রশান্ত কুমার, পবিত্র কুমার, রঞ্জিত কুমার ও নিখিল সরকার।
উল্লেখ্য গত ২২ শে ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রমের আয়োজন করে ফরিদপুর পৌরসভা। আগামীকাল ২৬ শে ফেব্রুয়ারি এ কার্যক্রম সমাপ্ত হবার কথা রয়েছে।
এতে গণসংগীত ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলা মাস্ক পরার উপরেও গুরুত্ব দেয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।