মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২৫/১০/২২ ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ শে অক্টোবর জাতীয় শিক্ষক দিবস পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। দক্ষ কৃতি শিক্ষকদের সম্মাননা, ্যালি ও আলোচনা সভার করার জন্য প্রস্তুতি নেওয়া হয়। উপজেলার সকল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সরকারি কে এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জালাল উদ্দিন উপজেলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্সি রুহুল আসলাম, একাডেমী সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, শরীফাবাদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, কাজী ওলিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, পুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মিয়া, তাড়াইল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম, কাজী শ্যামচুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন দত্ত, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন প্রমুখ।