মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে এ মাসিক সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান ইসারত হোসেন, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন সহ আরো অনেকে।
এসময় করোনা পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতিসহ এলাকার অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধিদের আরো সক্রিয় ভুমিকা পালন করার কথা বলেন বক্তারা।
২৫ জানুয়ারি ২০২২