র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ২৫/০৪/২০২০ইং তারিখ সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী সদরের নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে ১০ দোকানদারকে সর্বমোট ২২,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১। রাকিবুল হাসান (৩০), পিতা- মৃত সেকেন্দার হাওলাদার, সাং-নিউ মার্কেট, থানা- সদর, জেলা- পটুয়াখালী, ২। কাজী জসিম উদ্দিন (৫০), পিতা- মৃত মজিবর রহমান, সাং- তুষখালী, থানা- সদর, জেলা- পটুয়াখালী, ৩। বিনয় কুমার দাস (৩৫), পিতা- নিরঞ্জন কুমার দাস , সাং-লাউ কাঠি, থানা-সদর, জেলা-পটুয়াখালী, ৪। পরিমল মিত্র (৩৭), পিতা- মৃত কার্তিক চন্দ্র মিত্র, সাং-নন্দ কানাই, থানা- সদর, জেলা- পটুয়াখালী এর প্রত্যেককে ২,০০০/- টাকা করে সর্বমোট ৮,০০০/- টাকা জরিমানা করা হয়। অন্যদিকে কসমেটিকস দোকানের মালিক ১। মোঃ জাফর আকন (২৮), পিতা- হানিফ আকন, সাং- বদেরপুর, থানা-সদর, জেলা- পটুয়াখালী, ২। সঞ্জীব মালাকার (৪০), পিতা- সতীশ মালাকার, সাং-নিউ মার্কেট, থানা-সদর, জেলা- পটুয়াখালী, ৩। মোঃ আকবর মৃধা (৬৫), পিতা- মজিদ মৃধা, সাং- আওলিয়াপুর, থানা- সদর, জেলা- পটুয়াখালী এর প্রত্যেককে ১,০০০/- টাকা করে সর্বমোট ৩,০০০/- টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অবৈধ পলিথিন মজুদ রাখায় সনাতন মিস্ত্রী (৬৫), পিতা- মৃত মনোহর মিস্ত্রী, সাং-খলিশাখালী, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৫,০০০/- জরিমানা করা হয়। এছাড়াও রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখার জন্য মূল্য তালিকা প্রদর্শন না করায় ১। মোঃ খোকন সরদার (৩২), পিতা- আঃ সোবহান, সাং- খলিশা খালী, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ৪,০০০/-, ২। মোঃ মনির মৃধা (৩০), পিতা- সিরাজ মৃধা, সাং-লাউ কাঠি, থানা-সদর, জেলা-পটুয়াখালী মুদির দোকানদারকে ২,০০০/- টাকাসহ সর্বমোট ৬,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী এবং জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্হিত ছিলেন। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) এবং পরিবেশ সংরক্ষন আইন ২০১০ এর ৬ (ক) ধারা মোতাবেক অর্থদন্ড দন্ড প্রদান করা হয়। উল্লেখ্য, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন।