মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর পৌর আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
পৌর আওয়ামী লীগের এ কমিটিতে সাহিদ উদ্দিন আহমেদ সাহিদকে আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক পদে অমিতাভ বোস, নজরুল ইসলাম মৃধা এবং নুরুল আমিন বাপ্পীকে পদায়ন করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে পাঠানো প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের পৌর শাখার নতুন কমিটি গঠন করা হলো।
উল্লেখ্য, নতুন কমিটির আহব্বায়ক সাইদ উদ্দিন আহমেদ জেলা যুবলীগের সাবেক সদস্য, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহব্বায়কের দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও যুগ্ন-আহব্বায়ক অমিতাভ বোস কোতোয়ালি থানা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়রের দায়িত্ব পালন করছেন।
যুগ্ন-আহব্বায়ক নজরুল ইসলাম মৃধা ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আরেক যুগ্ন-আহব্বায়ক নুরুল আমিন বাপ্পি সাবেক ছাত্রনেতা, সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফরিদপুর পৌর আওয়ামী লীগ, সাবেক সদস্য ফরিদপুর পৌর আওয়ামী লীগ হিসাবে দায়িত্ব পালন করেছেন।
২৫ সেপ্টেম্বর ২০২৩