হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে কৃষি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ফরিদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয় এ সভার আয়োজন করে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (দায়িত্বে) প্রবীর কুমার দাসের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু, ব্যাংকটির পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহা. খালেদুজ্জামান।
এছাড়াও এসময় বৃহত্তর ফরিদপুরের কৃষি ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।