হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেই মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন ফরিদপুরের সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান পিপিএম-সেবা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কঠোর হুঁশিয়ারিসহ তিনি এ ঘোষণা দেন।
সদ্য যোগদানকৃত এ পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একত্রে কাজ করতে চাই। আমরা অপরাধীদের কোনোভাবেই ছাড় দিবোনা। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতি ও সন্ত্রাসী কার্যক্রম একসাথে চলতে পারেনা। কেউ যদি রাজনীতিকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম চালায় তাকে ছাড় দেওয়া হবেনা।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূইয়া, ট্রাফিক পরিদর্শক তুহিন লস্করসহ ফরিদপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।