বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খলিলুর রহমানের বিরুদ্ধে বয়স্ক ভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধি ভাতা, ১০ টাকা কেজি দরের চালের কার্ড বানিয়ে দেওয়া কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া টিউওবয়েল দেওয়া ও শালিসের থেকে টাকা খাওয়ারও অভিযোগ রয়েছে এই মেম্বারের বিরুদ্ধে। খলিলুর রহমান দীর্ঘদিন ধরে তার ওয়ার্ডের লোকজনকে এ সকল সুবিধা দেবে আশ্বাস দিয়ে অসহায় ও দিনমুজুরিদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান।
শেলাহাটি গ্রামের পান্নু শেখের স্ত্রী রোজিনা বেগম জানান, আমাদের একটি রেশন কার্ড করে দেওয়ার কথা বলে ৮শ, টাকা নিয়েছে। টাকা নেওয়ার পর অনেক দিন ঘুরিয়ে অল্প কিছুদিন হলো কার্ডটি দিয়েছে।
একই গ্রামের মৃত হান্নান শেখের স্ত্রী কহিনুর বেগম জানান, আমার স্বামী একজন রাজমিস্ত্রী ছিল। সে অনেক বছর আগে মারা গেছে। আমাকে একটি বিধবা ভাতার কার্ড দেওয়ার কথা বলে ৩ বছর আগে আমার নিকট থেকে ৪ হাজার টাকা নিয়েছে। মিনা নামের আমার একটি পাগল বোন আমার বাড়িতে থাকে গত দুই বছর আগে খলিল মেম্বার তাকে প্রতিবন্ধি ভাতা করে দেবে বলে আমার কাছ থেকে আরও ৩ হাজার টাকা নিয়েছে। এখন পর্যন্ত আমার এবং আমার বোনের ভাতা করে দেয়নি। আমি খলিল মেম্বারকে ভাতার কথা বললে সে আজ কাল করে ঘুরাচ্ছে।
একই মহল্লাহর মান্নান শেখের স্ত্রী জোৎনা বেগম জানান, আমার স্বামীকে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে খলিল মেম্বার দুই বছর আগে ২ হাজার ৫শ, টাকা নেয়। পরে ভাতা দেয় না। আমি অল্প কয়েকদিন আগে মেম্বারের বাড়িতে গিয়ে ঝগড়া করে আমার টাকা ফিরিয়ে নিয়ে এসেছি। এ ছাড়া শেলাহাটি উত্তর পাড়া, মধ্যপাড়া থেকে আরো অনেকের নিকট থেকে টাকা নিয়েছে বলেও তারা সাংবাদিকদের কাছে মৌখিক অভিযোগ করেন।
এ ব্যাপারে মো. খলিলুর রহমান বলেন, অামার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।
ঘোষপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসেন বলেন, বিভিন্ন সুয়োগ সুবিধা দেওয়ার কথা বলে জনগণের নিকট থেকে টাকা নিয়েছে কি না আমার জানাছিল না। ভাতা দেওয়ার কথা বলে খলিল মেম্বারের টাকা নেওয়ার বিষয়টি আমি ফেসবুকে ভিডিও দেখে জানতে পারলাম।