• ঢাকা
  • মঙ্গলবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ ইং
হেফজোখানায় আগুন,অক্ষত সবগুলো কোরআন শরীফ

ছবি-সংগৃহীত

রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী দারুল উলুম ভাজনচালা দাওরায়ে হাদীস মাদরাসা লিল্লাহ বোর্ডিংয়ের হেফজোখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে ওই মাদরাসার ব্যাপক ক্ষতি হলেও রক্ষা পেয়েছে ঘুমিয়ে থাকা ৪০ জন ছাত্র ও অর্ধশতাধিক কোরআন শরীফ।

আজ শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ওই হেফজোখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে হেফজোখানায় থাকা কিতাব, হাদীসের বই, শিক্ষার্থীদের পোশাক, লেপ, তোষকসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব ভস্মিভূত হয়।
এছাড়া হেফজোখানার সাথে গোডাউনে থাকা চাল, ডাল, লবণ পুড়ে যায়। তবে আগুনে কোরআন শরীফের কোনো ক্ষতি হয় নাই।
এদিকে, মাদরাসার অধ্যক্ষ ইলিয়াছ মোল্লার দাবি, আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তবে কী কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা বলতে পারেন নাই।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ঘর ও গোডাউনে থাকা সব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।