ফরিদপুর মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। রোববার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় আরও পাঁচ জন।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার মোসলেম ও মোমেনা বেগম। আহত পাঁচজনকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা মাইক্রোবাসের আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।
এসআই আব্দুর রহিম জানান, ভোরে মহাসড়কে একটি স্পিড ব্রেকারের কাছে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে পাঁচজন। মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
বরযাত্রীরা শুক্রবার রাতে নরসিংদী থেকে বিয়ে শেষে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। মধুখালী থানা পুলিশ ট্রাক ও ট্রাকের চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।