• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
শেখ রাসেল স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় কুষ্টিয়া চ্যাম্পিয়ন

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাসার ক্রিকেট একাডেমী কুষ্টিয়া। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ঢাকার ইয়াং টাইগার্স ক্রিকেট অ্যাক্যাডেমি।

শুক্রবার সকালে শেখ জামাল স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয় ।
নির্ধারিত ২০ ওভারে খেলা প্রথমে ব্যাটিং করতে নেমে ঢাকার ইয়াং ক্রিকেট একাডেমি ১১৬ রান সংগ্রহ করে।
জবাবে বাসার ক্রিকেট একাডেমি চার উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে।
খেলা শেষে বিজয়ী দের মধ্যে প্রধান অতিথি থেকে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, ফরিদপুর পৌরসভার নবনিযুক্ত মেয়র অমিতাভ বোস, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারেক সাঈদ, সদস্য সচিব রিজন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রাসেল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল ক্রীড়া চক্র ফরিদপুরের সভাপতি শামীম হক।
অনুষ্ঠানে বক্তারা এধরনের টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে আরো ভাল খেলোয়ার বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন।
তারা এই টুর্নামেন্টে সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিযোগিতায় ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাসার ক্রিকেট অ্যাক্যাডেমির রিয়াদ,সর্বোচ্চ রান সংগ্রাহক নির্বাচিত হন ইয়াং টাইগার্স ঢাকার খেলোয়াড় শরিফুল, সর্বোচ্চ উইকেট শিকারী হন ফরিদপুরের সিয়াম,ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন বাসার ক্রিকেট অ্যাক্যাডেমির রাতুল।
উল্লেখ্য গত ১ ০ নভেম্বরে মোট ১৬ টি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।