• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
ফরিদপুর সদর উপজেলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলায় ‌ আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী এর সভাপতিত্বে
আজ সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের হল রুমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের সাথে জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক অমিত কুমার দেবনাথ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মজিবুর রহমান, র‍্যাব ১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি
ড : যশোদা জীবন দেবনাথ সিআইপি ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাসারুল আলম বাদশা, বাকীগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান। সভা পরিচালনা করেন অতিরিক্ত সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান।
এ সময় সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত মত বিনিময় সভায় বক্তারা সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিং মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, অন্যায়-অত্যাচার মুক্ত রাখতে নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, সুশীল সমাজসহ সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য একান্ত ভাবে কাজ করার জন্য সভায় আহ্বান জানানো হয।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিষদের কর্মকর্তা কামাল হোসেন ও মিজানুর রহমান।
এ সময় ফরিদপুরে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সদস্যবৃন্দ ও মহিলা সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।