• ঢাকা
  • রবিবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং
ফরিদপুরে র‍্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবলু মোল্যাকে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০,সিপিসি-৩, ফরিদপুর।
গ্রেফতারকৃত আসামি হলেন, জেলার ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের তোতা মোল্যার ছেলে মো: বাবলু মোল্যা।
গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার দুপুরে র‍্যাব জানায়, ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাইচাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করি। উক্ত অভিযানে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সাজা প্রাপ্ত আসামিকে গ্রেফতার করি। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ২০১৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা হয়।
গত ০৩ আগস্ট তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০এর ৯(১) টেবিল ৩(খ) ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। উক্ত রায় হওয়ার পর থেকে তিনি পলাতক থাকেন।
র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, তিনি ফরিদপুর জেলার চিহ্নিত একজন মাদক উৎপাদনকারীও ব্যবসায়ী। তিনি ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে বিভিন্ন ছদ্মবেশে পলাতক থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত আাসামী মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত আছেন বলে স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।