মোঃ নুরুল ইসলাম, সদরপুর(ফরিদপুর) থেকেঃ
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের উদ্যেগে সামাজিক সম্প্রীতি ও আসন্ন পূজা উদযাপন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোঃ ওমর ফয়সাল, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, সদরপুর থানা অফিসার্স ইন চার্জ মোঃ মামুন আল রশিদ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক সদরপুর উপজেলার পূজা উদযাপন কমিটির সকল সদস্য ও গণ্যমান্যব্যক্তিবর্গ। সভায় উপজেলার আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সামাজিক সম্প্রীতি রক্ষা বিষয়ক বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের কাছে সকল পূজামন্ডপে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষায় পেট্রল ডিউটি, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধি দ্বারা সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থার দাবী করা হয় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে। সে প্রেক্ষিতে উপস্থিতদের উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত মোবাইল নম্বর দেয়া হয়েছে যাতে যে কোন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।
মোঃ নুরুল ইসলাম
সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
তারিখঃ ২৫/০৯/২০২৩ইং