• ঢাকা
  • সোমবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ভ্রাম্যমাণ আদালতের

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:-

ফরিদপুরের সালথায় সওজ এর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দীন ও সালথা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খান হীরামনি। এছাড়াও এসময় সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার দুপুরে সালথা উপজেলার সদর বাজারের বাইবাস সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় ওই সড়কের পূর্বপাশে থাকা ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ।

ফরিদপুর সড়ক বিভাগের উপ-প্রকৌশলী মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করে প্রচারনা চালানো হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় দুপুরে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খ.ম নকিবুল বারী জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের জমির সীমানা লাল পতাকা দিয়ে নির্ধারন করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।