• ঢাকা
  • রবিবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং
শিক্ষক আজমল হোসেন ও আলমগীর হোসেন এর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:-নৌকা ডুবিতে নিহত শিক্ষক আজমল হোসেন ও আলমগীর হোসেন এর স্মরণে এক স্মরণসভা ও দোয়া আজ সকালে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বক্তাগন ২০২১ সালের ২৫ আগস্ট ফরিদপুরের সিএন্ডবি ঘাটে পদ্মায় নৌকাডুবিতে ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক আজমল হোসেন ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আলমগীর হোসেন এর মর্মান্তিক মৃত্যুর ঘটনার স্মৃতিচারণ করেন।

তারা বলেন দুইজন সুশিক্ষক হারিয়ে ফরিদপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ও পরিবারসমূহে অপূরণীয় ক্ষতি হয়েছে।

সদাচারণ, মানবিক গুনাবলি ও সুশিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মাঝে তাঁরা স্মৃতিময় হয়ে থাকবেন।

সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ইদ্রিস আলী ভূইয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল, বিশিষ্ট রাজনীতিক (সিপিবি নেতা) রফিকুজ্জামান লায়েক, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম, সঞ্চিতা সাহা, রেজাউল করিম, সাইদুর রহমান, বলাই কুমার দাস, ঈশান ইনস্টিটিউট এর শিক্ষক শাহীন মিয়া, স্বজন মনোজ কুমার সাহা, প্রয়াত আজমল হোসেন এর সহধর্মিণী
আফরোজা বেগম, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেজাবিন হোসেন দিবা প্রমুখ।

স্মরণসভায় শিক্ষক আজমল হোসেন ও আলমগীর হোসেন এর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে দুই শিক্ষকের রুহুের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষক মাওলানা আবু আইয়ুব আনসারী।

স্মরণসভায় সারদা সুন্দরী স্কুলের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।