ফরিদপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (কেসমত) মঙ্গলবার ভোর রাতে শহরের বিলমামুদপুর নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম নজরুল ইসলাম কিসমতের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাকের পার্টির চেয়ারম্যান,আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী সাহেব। তার রুহের মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও দলীয় নেতা কর্মীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
এছাড়াও মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খানসহ জেলা-উপজেলা জাকের পার্টি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
মঙ্গলবার বাদ আছর বিলমামুদপুর গ্রামের নিজ বাড়িতে মরহমের জানাজা শেষে লাশ দাফন করা হয়।