বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম সরোয়ার মৃধার পরিবারের পাশে আ.লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম সরোয়ার মৃধার পরিবারের সদস্যদের সমবেদনা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান।
তিনি রবিবার বিকেলে গোলাম সরোয়ার মৃধার নিজবাড়ি চতুল গ্রামে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে ভবিষ্যতে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, মধুখালী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মৃধা মিলন, কৃষকলীগের সাধারন সম্পাদক মো. লিটন মৃধা, চতুল ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, সাবেক ছাত্রনেতা রাহাদুল আক্তার তপন, ওবায়দুর রহমান মৃধা, পৌর ছাত্রলীগ নেতা তমাল, প্রান্ত সিদ্দিকী প্রমুখ। প্রসঙ্গত- গত ২৩ অক্টোবর ভোরে গোলাম সরোয়ার মৃধা মারা যান।