নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরের রত্নগর্ভা মা নির্মলা রানী রায় এর প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার।
সমবায় বিভাগের রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-নিবন্ধক (বিচার) বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায়ের স্ত্রী নির্মলা রানী রায়ের ছয় ছেলের মধ্যে
আইনজীবী দুজন এপিপি হচ্ছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায় ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এ্যাডভোকেট অলোকেশ রায়। মেজ ছেলে অপরেশ রায় ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ-পরিচালক। অন্য তিনজন হচ্ছেন, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, একুশে টেলিভিশনের বার্তা সম্পাদক অশোকেশ রায় এবং
দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা অভিজিৎ রায়। প্রয়াত নির্মলা
রানী রায়ের বাৎসরিক শ্রাদ্ধ পালনে শনিবার ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে পূজাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান, বস্ত্রদান ও শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে
ভোগরাগ অনুষ্ঠিত হবে।