কে এম রুবেল, ফরিদপুর।
ফরিদপুরে এডিপি প্রকল্পের অর্থায়ণে ও ১% প্রকল্পের অর্থায়নে দু:স্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন, দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, জেলেদের মাঝে জাল এবং ডিক্রীর চর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে ও শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী
বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের আয়োজনে এসব বিতরণ করা হয়। ডিক্রীর চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর সভাপতিত্বে
অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীসহ ডিক্রীর চর ইউনিয়নের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
ডিক্রীর চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর বলেন, ফরিদপুরে এডিপি প্রকল্পের অর্থায়ণে ও ১% প্রকল্পের অর্থায়নে দু:স্থ ও অসহায় মাণুষের মাঝে বিতরণ করা হয়। বিতরণ কৃতদের মধ্যে ছিলা ৭৫টি স্প্রে মেশিন, ২৫টি সেলাই মেশিন, ১১ সেট জাল এবং ডিক্রীর চর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে ও
শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হহয়।