• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে শহীদ সুফি ফুটবল টুর্নামেন্ট শুরু

ফরিদপুরে শহীদ সুফি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম দিনে তিনটি ম্যাচের সমাপ্তি ।

শহরের অম্বিকা ময়দানে শহীদ স্মৃতি ক্লাবের উদ্যোগে শহীদ সুফি ফুটবল টুনামেন্ট আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। এতে প্রথম দিনে তিনটি ম্যাচের সমাপ্তি ঘটে। এর আগে টুর্নামেন্ট উদ্বোধন করেন স্থানীয় বাসিন্দা শামসুল বারি শানু। এ সময় আরও উপস্থিত ছিলেন মাহবুবুল আলম জিন্না, সাইফুদ্দিন আহমেদ, প্রণব মুখার্জী, জুবায়ের জাকির, অজিত কুমার দাশগুপ্ত।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা রয়েছেন ছাইমন হাসান মুন, আরিয়ান তাহের দ্বীপ, হৃদয়, আজাহার, রহিম, শরিফ, তানজিল, রিজভী, লামিম, রবিন, ফারুক, নয়ন, সবুজ, পৃন্স ও শাকিল।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে হাড়োকান্দি একাদশ ৪-০ গোলে, সদরপুর কে পরাজিত করে। বিজয় দলের পক্ষে হ্যাটট্রিক করেন মিলন অন্য গোলটি করেন ওপেন। দ্বিতীয় ম্যাচে সাডেন ডেথে রেড ডেবিল একাদশ ৭-৬ গোলে ঝিলটুলি বয়েজ কে এবং দিনের শেষ খেলায় নাথু স্মৃতি একাদশ ৩-০ গোলে আলিপুর ওয়ারিয়ার একাদশকে পরাজিত করে বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করে শাহ আলম অমি ও সজীব।

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন শংকর দাস। আগামীকাল দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে বলে কমিটি সূত্রে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।