• ঢাকা
  • সোমবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ ইং
কুষ্টিয়ায় নমুনা না দিয়েই করোনা পজিটিভ রিপোর্ট

কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ওমর আলী শেখ(৬২) নামে এক ব্যক্তির নমুনা না দিয়েই করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গতকাল কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৭জনের দেহে করোনা শনাক্ত হয়।

এর মধ্যে নমুনা না দিলেও পূর্ব মজমপুরে ওমর আলী শেখের করোনা পজিটিভ রিপোর্ট আসে। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকেই বলছে দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় এর মূল কারণ। স্পর্শ কাতর বিষয় নিয়ে এই ধরনের দায়িত্বহীনতা কাম্য নয়। এ বিষয়ে ওমর আলী শেখ জানায়, গত ২৩ জুন সে করোনা পরীক্ষা করার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে যায়।

কিন্তু অনেক ভিড় থাকার কারণে নমুনা না দিয়েই চলে আসেন। পরবর্তীতে সে জানতে পারে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা না দিয়ে কিভাবে তার করোনা পজিটিভ রিপোর্ট আসলো তা বোধগম্য নয়। তিনি আরো বলেন, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছেন। এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন জানায়, বিষয়টি আমরা শুনেছি, ইতিমধ্যে সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।