ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু । রবিবার (২৫ অক্টোবর) সালথা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পূজা মন্ডপ পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমুখ।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর মধ্য দিয়ে সামাজিক দুরত্ব মেনে সালথা উপজেলায় ৪১টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতি বছর ব্যাপক পরিসরে আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকেটাই সীমিত তবুও আনন্দের কমতি নেই হিন্দু ধর্মালম্বীদের মাঝে। সামাজিক দুরত্ব বজায় রেখে কোনরুপ বাঁধা বিপত্তি ছাড়াই শারদী দুর্গোৎসব পালন হচ্ছে ।
মন্ডপ পরিদর্শন কারে লাবু চৌধুরী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমার মা সারা জীবন সালথা-নগরকান্দার মানুষের উন্নয়নে কাজ করে গেছেন। আমিও সুখে দুঃখে আপনাদের পাশে আছি থাকবো। আপনাদের যেকোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।
২৫ অক্টোবর ২০২০