• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ে আয় বর্ধক সভা সম্পন্ন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার দুপুর ১২ টায় এক আয় বর্ধক সভা সম্পন্ন হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন বিদ্যালয় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা ও ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান। সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওঃ এনামুল কাবীর।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উক্ত বিদ্যালয় মার্কেটের ব্যাবসায়ী কবিরুল ইসলাম, আঃ বারেক মন্ডল, মোঃ বিল্লাল হোসেন মোল্যা, মোঃ শাহজাহান শিকদার, মোঃ সাজ্জাদ হোসেন মৃধা, মোঃ জসীমদ্দিন
মোল্যা ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। সভায় উপজেলার হাইস্কুল রোড ঘেষে ২২টি দোকানে প্রতিটির ভাড়া ২ হাজার টাকা করে নির্ধারন করা হয় এবং স্কুলের অন্য দু’টি নিজস্ব মার্কেটে মোট ২৬টি দোকানের প্রতিটির ভাড়াও বৃদ্ধি করে বিদ্যালয়ের আয় বাড়ানো হয়। এতে প্রতিমাসে বিদ্যালয়ের আয় কিছুটা বৃদ্ধি হবে এবং তা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।