নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণ করেছে বিশিষ্ট সমাজ সেবক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক, রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুস সোবহান।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে তার নিজ এলাকা শশায় ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানটি কাজী আব্দুস সোবহানের অনুপস্থিতিতে তার ভাতিজা কাজী তানভীর আনিসের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
এসময়, উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহবায়ক দেলোয়ার হোসেন বিশ্বাস, যুগ্ম আহবায়ক আকবর হোসেন, যুবলীগ নেতা শেখ জাহিদ, সুমন কাজী , আবু সায়েম মোল্লা সহ স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এসময় কাজী আবদুস সোবহান মুঠোফোনে জানান, প্রতিবছরের মতো এবছরও আমার প্রানের ফরিদপুরের নগরকান্দা উপজেলার অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করার ইচ্ছা রয়েছে।
আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আহবান জানাচ্ছি সমাজের বিত্তবান শ্রেণীর মানুষেরা যদি গরিব অসহায় মানুষদের পাশে দাড়ায় তাহলে সমাজ সুখ শান্তিতে ভরে উঠবে। জয়বাংলা জয় বঙ্গবন্ধু।
শফিকুল খান জনি
২৫ এপ্রিল ২০২২।