• ঢাকা
  • রবিবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং
সালথায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. ফিলাট ফকির (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালি-পুরাপাড়া সড়কের বাউষখালি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিলাট ফকির বাউষখালি গ্রামের মোসলেম ফকিরের ছেলে। তার একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের ভাই এমদাদ ফকির জানান, শুক্রবার দুপুর আড়াই টার দিকে ফিলাট ফকির মোটরসাইকেল চালিয়ে বাউষখালি স্কুল মাঠের ভিতর থেকে সড়কে উঠার সময় পুরাপাড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ফিলাট ফকিরের মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে যায়।

এতে ফিলাট ফকির গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসাপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান নিহতের ভাই। এদিকে দুর্ঘটনাস্থলে লোজকন জড়ো হওয়ার আগেই অপর মোটরসাইকেল চালক দ্রুতগতিতে সটকে পড়ে বলে জানান স্থানীরা।

সালথা থানার থানার এসআই আওলাদ হোসেন দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতের বিয়ষটি নিশ্চিত করেন।

২৫ নভেম্বর ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।