সাংবাদিক জামানের পিতা মো. হাবিবুর রহমানের ইন্তেকাল
জাতীয় দৈনিক বিভিন্ন পত্রিকার এজেন্ট ও সাংবাদিক এম এম জামানের পিতা মো. হাবিবুর রহমান (৮৯) বুধবার রাত সাড়ে ১০টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার গুনবহা কামারগ্রামের নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে ছোলনা কবরস্হানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সাবেক সাংসদ মো. আব্দুর রহমান, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন প্রমুখ।