ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ও ডিক্রীরচর ইউনিয়নের মাঝামাঝি স্থানে গোলডাঙ্গী ব্রীজ সংলগ্ন পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে প্রায় দেড়শ ফুট অংশ ধ্বসে গেছে।
বিকেল থেকে নদীর তীর সংরক্ষণ বাঁধে ফাঁটল দেখা দেয়। সন্ধ্যায় ৬টার দিকে এর ভয়াবহতা বাড়তে থাকে এ খবর লেখা পর্যন্ত প্রায় দেড়শ ফুট অংশ বাঁধ ধ্বসে গেছে পদ্মা নদীর গর্ভে। স্থানীয় দুই ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন দ্রুত এই বাঁধ ধ্বসের ভাঙ্গন ঠেকাতে সংশ্লিষ্ট এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের সঙ্গে কথা হলে তিনি বলেন পানি কমে যাওয়ায় এ ভাঙ্গন দেখা দিয়েছে। এখানে শুষ্ক মৌসুমে নতুন করে বাঁধ সংস্কারের কাজ করতে হবে। তারপরও আমরা সরেজমিন বিষয়টি দেখে ব্যবস্থা নেব।