• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
বোয়ালমারীতে বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি

সনতচক্রবর্ত্তীঃফরিদপুরের বোয়ালমারীতে দিনে দুপুরে তিন বাড়ি এবং ভোরে এক ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি।

জানা যায়, সোমবার (২৬ জুলাই) ভোর পাঁচটার দিকে বোয়ালমারী পৌরসভার স্টেশন রোডস্থ মৃধা ফার্মেসীতে চুরির ঘটনা ঘটে। চোর সাটারের তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে সিন্দুকের তালা ভেঙে সিন্দুকে থাকা দুই লক্ষ টাকা নিয়ে চোর পালিয়ে যায়। পৌরসভার সিসিটিভি দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে রবিবার গোহাটা রোডে অবস্থিত কাজী ফারুকের মালিকানাধীন ভবনের তিন ফ্ল্যাটে দিনে দুপুরে চুরি হয়েছে। ওই ভবনের তিন তলার একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া মিম পারভীন বলেন, রবিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বাসা থেকে বের হয়ে এক ঘণ্টা পরে বাসায় ফিরে আসি। বাসায় এসে দেখি ঘরের দরজার তালা ভাঙা। ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর। একই ভবনের দুই তলায় ভাড়া থাকেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক মো. ফরহাদ হোসেন। তার ঘরের দরজার তালা ভেঙে ওই দিন একই সময়ে ভরি খানেক ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোর। ফরহাদ হোসেনের সামনের ভাড়াটিয়া মহসীন মিয়ার বাড়িও একই দিন একই সময়ে চুরি হয়েছে বলে জানা গেছে। পুলিশ এখন পর্যন্ত এসব ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।