নবাবগঞ্জে নেতাকর্মীদের ইফতার সামগ্রী প্রদান করলো এমপি শিবলী সাদিক
নবাবগঞ্জে নেতাকর্মীদের ইফতার সামগ্রী প্রদান করলো এমপি শিবলী সাদিক
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবঞ্জে উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকালে নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৯টি ইউনিয়নের আওয়ামীলীগসহ সকাল সহযোগি সংগঠনের ৬শ ২০জন নেতাকর্মীকে দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি তাঁর নিজ তহবিল থেকে এ ইফতার সামগ্রী প্রদান করেন। ইফতার সামগ্রী জনপ্রতি ১৫ কেজি চাল, ১ কেজি বুটের ডাল, ১লিটার তেল, ১কেজি লবণ,ও ১কেজি মশুরের ডাল প্রদান করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়া উর রহমান মানিক, মোঃ হাফিজুররহমান,যুবলীগের যুগ্ম আহব্বায়ক মোঃ শামছুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগে মোঃ সাজেদুর রহমান রানা,ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।