• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
সদরপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে ৯জনকে জরিমানা

ছবিঃ সদরপুরে মাক্স না পরার দায়ে জরিমানা।

সদরপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে ৯জনকে জরিমানা।

মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ ছাড়া সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদরপুর বাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলার নির্বাহী অফিসার পূরবী গোলদার।  ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম পূরবী গোলদারের আদালতে মাস্ক না পরার দায়ে ৯জন জনকে অর্থদন্ড জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার বলেন, নতুন করে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সদরপুর উপজেলায় বিভিন্ন এলাকায় মাস্ক পড়াসহ সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।