• ঢাকা
  • শনিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
এক সপ্তাহেও পরিচয় মিলেনি সালথায় অজ্ঞাত তরুণীর মরদেহের

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় গত সপ্তাহেও পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। পরিচয় না পাওয়ায় এরমধ্যে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম। তবে পরিচয় নিশ্চিতে পুলিশের একাধিক সংস্থা কাজ করছেন বলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

গত ১৮ই ডিসেম্বর বুধবার ভোরে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন এলাকায় ক্ষেতের মধ্যে অজ্ঞাত তরুণীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশ খবর পেয়ে দুপুরের দিকে লাশটি থানায় নিয়ে যায়। এরপর সেখান থেকে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। থানা পুলিশ সুত্রে জানা যায়, উদ্ধারের সময় লাশটির গায়ে কালো রংয়ের একটি বোরকা, লাল রংয়ের পাইজামা ও পেস্ট কালারের একটি জামা পরা ছিল। এছাড়া তার গলায় বিদ্যুতের তার দিয়ে পেচাঁনো ছিল। পুলিশের ধারণা শ্বাসরোধ করে অন্যকোথাও থেকে হত্যা করে এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিয়ে কথা হয় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমানের সাথে। তিনি বলেন, লাশটি ফরিদপুর মেডিকেল হাসপাতাল থেকে ময়না তদন্ত করে একদিন মর্গে রাখা হয়। পরেরদিন বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয় এবং তারা দাফন করেছেন। এছাড়া লাশটির পরিচয় শনাক্ত ও রহস্য উদঘাটনে সিআইডি ও পিবিআই কাজ করছে।

২৫ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।