এপ্রিল ২৫-২০২০, কুষ্টিয়া প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা ভাইরাসের কারনে রামকৃষ্ণপুর ইউনিয়নে ঘরে অবস্থানকারী কর্মহীন দরিদ্র- অসহায় মানুষের মাঝে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উপ- আইন বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল করিম রনি উদ্যোগে ফ্রি সবজি বিতরন করেন। এ সময় রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন যাইগাতে সাধারন মানুষের মাঝে লাউ, পেপে, লাল শাক, পুয় শাক, মিষ্টি কমুড়া, পাতা কপি ও মরিচ বিতরন করা হয়।
ফ্রি সবজি বিতরনের বিষয়ে জেলা ছাত্রলীগ নেতা রাশেদুল করিম রনি বলেন কর্মহীন মানুষ টাকার অভাবে সবজি কিনতে পারছেন না। তাই সাধারন মানুষের মাঝে ফ্রি সবজি বিতরনের এ উদ্যোগ নিয়েছি এবং জন কল্যাণমুখী কাজের সাথে আমরা ছাত্রলীগ সব সময় আছি। তিনি আরো বলেন আমার এই উদ্যেগে রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা আমাকে সার্বক্ষণিক সহয়তা করেছে।
ফ্রি সবজি বিতরণ কর্মসূচিতে উপস্তিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডঃ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি’র পুত্র শাইখ আল জাহান শুভ্র, আহবায়ক আলোর মিছিল, সিরাজ মন্ডল, চেয়ারম্যান রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ, মাহিদুজ্জামান মহব্বত, উপদেষ্টা আলোর মিছিল, মুর্তজা আলম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক
কুষ্টিয়া জেলা ছাত্রলীগ ও সাবেক ছাত্রলীগ নেতা রকিবুল করিম রিংকু।