ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পুত্র হিরোইন সহ আটক
মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৫/৭/২০২৩
ভাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগমের পুত্র মানিক মিয়া(২২) কে হিরোইন সহ আটক করেছে ফরিদপুর ডিবি পুলিশ।
ফরিদপুর ওসির ডিবি মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার মানিক ইউনিয়ন থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগমের পুত্র মানিককে ২০ পুড়িয়া হিরোইন সহ আটক করা হয়েছে। তার আনুমানিক মূল্য দশ হাজার টাকা। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ ধারায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাঙ্গা থানায় প্রেরণ করা হবে।