• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
চরভদ্রাসনে অগ্নিকান্ডে ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা প্রদান

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :-       

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সমাজ কল্যান তহবিল থেকে অগ্নিকান্ডে ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দু’টি পরিবারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নির্দেশনায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়। অগ্নিকান্ডে ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারে দু’হাজার টাকা করে দু’টি পরিবারের মাঝে মোট চার হাজার টাকার চেক বিতরন করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারে চেক বিতরনকালে উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ মুহাম্মদ সুজাউদ্দিন রাশেদ, অফিস সহকারী মোঃ ফারুক হোসাইন ইউনিয়ন সমাজকর্মী মোঃ শাহাদাত মোল্যা ও হুমায়ুন কবির প্রমূখ।

জানা যায়, সম্প্রতী অগ্নিকান্ডে উপজেলা সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গী গ্রামের অসহায় বিধবা আফরোজা বেগম (৪০) এর বসতবাড়ীর একটি ঘর সহ তার কলেজ পড়ুয়া একমাত্র মেয়ের বই পুস্তক আগুনে পুড়ে ভস্মিভুত হয়। এছাড়া কিছুদিন আগে একই ইউনিয়নের টিলারচর গ্রামের আরেক বিধবা সুনাই বেগম (৫০) এর একমাত্র ছেলে রফিক খান (২৫) ও তার আপন ভাই শহিদুল ইসলাম দুইজন একইসাথে সড়ক দুর্ঘনায় নিহত হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তর উক্ত দুই পরিবারের মাঝে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা অনুদান দিয়ে সহায়তা করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।