• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
চরভদ্রাসনের সাপে কাটা সেই বেদেনা রানী মারা গেছেন

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের কামার ডাঙ্গী গ্রামের অমৃত মন্ডলের স্ত্রী চার সন্তানের জননী বেদেনা রানী মন্ডল (৪০) রাসেল ভাইপার সাপে কাটার সাতদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেছেন। তার নিজ বাড়ীতে বেদেনা রানীর শেষ ক্রীয়া সম্পন্ন করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ১৮ আগষ্ট বিকেলে বেদেনা রানী বাড়ীর পাশে ধান ক্ষেতের মাটির ডিবির উপর দিয়ে ফসলী মাঠে যাচ্ছিল। এ সময় সে রাসেল বাইপার সর্প দংশনের শিকার হয়। পরে তাকে গ্রাম্য ওঁঝা দিয়ে ঝাড় ফুঁকের মাধ্যমে শরীর থেকে সাপের বিষ বের করার চেষ্টা করা হয়। এতে সে আরও বেশী অসুস্থ্য হয়ে পড়লে ওইদিন দিবাগত গভীর রাতে তাকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। কিন্ত বেদেনা রানীর শারীরীক অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার পর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাতদিন পর তার মৃত্যু হয়।
এ ব্যপারে শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান জানান, “বেদেনা রানীকে সাপে কাটার পর দীর্ঘ কাল বিলম্ব করে হাসপাতালে আনা হয়েছে। ওইরাতে আমি সহ ডাক্তাররা মিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ড বসিয়ে তাকে সঠিক চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। বেদেনা রানীর শরীরে একে একে দশটি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তারপরও উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্ত হাসপাতালে দেরি করে আনার কারনে সাপে কাটা রুগীটির মৃত্যু হয়েছে ”।
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-২৫/০৮/২০২৩ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।