মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে নর্থ চ্যানেল ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে
নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে
সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ: মজিদ ফকিরের সভাপতিত্বে আজ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী ইউনিয়ন পরিষদ এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য বিপুল ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন,
আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বাবলু, মনিরুজ্জামান মনির, ফরিদপুর জেলার সাবেক পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, ডিক্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, সাবেক কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেন এ সময় অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন ৷
সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কে আবারও জয়যুক্ত করে ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।