আসন্ন ফরিদপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে সভা করেছে জেলা কৃষকলীগ।
আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি প্রফেসর আবুল কাসেম, সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আসাদুর রহমান, আইন বিযয়ক সহ সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম সোহেল, মহিলা বিযয়ক সম্পাদিকা সবিতা বৈরাগী, কৃষকলীগ নেতা খন্দকার মনজুর আলী, শেখ আক্তার হোসেন প্রমুখ।
সভায় আগামী ২০ অক্টোবর জেলা পরিষদের উপ নির্বাচনে জেলা কৃষকলীগের কি ভূমিকা থাকবে সে বিষয়ে আলোচনা হয়।
সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার বলেন, এই নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই জয় আমাদের সুনিশ্চিত হবে। যে কোন নির্বাচনই একটা চ্যালেঞ্জ। তাই এটাকে হালকাভাবে নেওয়া যাবে না।