জিল্লুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টার :
“সবাই মিলে একসাথে” নামের বন্ধুদের নিয়ে একটি সংগঠন শুক্রবার পর্যন্ত ১১ দিন ধরে করোনা ভাইরাসে বিপর্যস্থ প্রায় ১শ দরিদ্র কর্মহীন দিনমজুরকে প্রতিদিন রান্না করা খাবার পরিবেশন করছেন। এই তরুন সমাজসেবকেরা গত ১১দিন ধরে ফরিদপুর শহরের গোয়ালচামট মহিম স্কুল মোড় ও হাউজিং স্টেট এলাকায় অবস্থান নেওয়া বিভিন্ন জেলার আটকে পড়া শ্রমিকদের ৩ বেলা রান্না করা খাবার বিতরণ করে আসছে।
বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে ফরিদপুরে আসা এসব শ্রমিকেরা কাজ না পেয়ে মানবেতর জীবন যাবন করছিল। তাদের কাজও ছিলো না, খাবার জন্য টাকা পয়সাও ছিলো না। এসময়ই এগিয়ে আসে স্থানীয় কিছু তরুন যুবক। যারা টাকা পয়সা সংগ্রহ করে এইসব শ্রমিকদের তিন বেলা খাবার তুলে দিচ্ছেন।
শ্রমিকরা জানান, আমরা বাড়ি ফিরে যেতে চাই না, আমরা কর্ম চাই। কারণ আমাদের বাড়ির লোকও অনাহারে রয়েছে। এখানকার সমাজসেবীরা আমাদের তিন বেলা খাবার দিচ্ছে এতে আমরা প্রাণে বেঁচে যাচ্ছি।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ শাহিনুজ্জামান বাবর, কোতয়ালী থানা জাসদের সভাপতি কমরেড আশরাফ উদ্দিন তারা, সাধারণ ব্যবসায়ী বিষ্ণুপদ সাহা, মোঃ ফরহাদ মাতুব্বরসহ কয়েকজন সম্মিলিত ভাবে এই রান্না করা খাবার পরিবেশন করে আসছেন। তারা জানায় মানবিক কারণে আমরা প্রতিদিন চেষ্টা করছি আটকে পড়া শ্রমিকদের খাবার দিতে। কিন্তু এই শ্রমিকদের ফরিদপুরের সংশ্লিষ্ট প্রশাসন যদি কাজের ব্যবস্থা করে তাহলে ভালো হতো। এদের তালিকা আমাদের কাছে রয়েছে।