• ঢাকা
  • বুধবার, ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ ইং
ঢাকামূখি পোশাক শ্রমিকরা ,নেই কোন পরিবহন

সুমন ভূইয়া সাভারঃ রোববার থেকে পোশাক কারখানা খুলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিতে যোগ দিতে ঢাকা, সাভার, গাজীপুরসহ বিভিন্ন কারখানায় ছুটছেন পোশাক শ্রমিকরা।কিন্তু তাদের অভিযোগ রাস্তা কোন গণপরিবহন না থাকায় তাদের রিকশা, ভ্যানে চড়ে প্রয়োজনে পায়ে হেঁটেও পৌঁছাতে হবে কারখানায়। যা রীতিমতো ভোগান্তিকর।মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কথা হলো পাবনার নগরবাড়ি ঘাটের সুফিয়া বেগমের সাথে। সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। জানান, ভোর ৫টায় রওনা দিয়ে নৌকায় যমুনা নদী পার হয়ে মানিকগঞ্জের আরিচা ঘাটে পৌঁছান সকাল ৮টায়।এরপর তিন দফায় ভ্যান, রিকশা পাল্টে ২০ কিলোমিটার দূরত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসেন বেলা সাড়ে ১১টায়।মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আবার উঠলেন একটি রিকশা ভ্যানে। সাভার পর্যন্ত প্রতিজন দুই শ টাকায় ফয়সালা করলেন রিকশাচালকের সাথে। প্রতি ভ্যানে যাত্রী নেওয়া হচ্ছে কমপক্ষে পাঁচজন।তিনি জানালেন, স্বাভাবিক সময় নগরবাড়ি থেকে সাভার পৌঁছতে নৌকা, বাস, রিকশা ভাড়া বাবদ লাগে দেড় শ টাকা।সেখানে তার লাগছে কমপক্ষে পাঁচ শ টাকা। এছাড়া পথে আরো নানা ধরনের ভোগান্তি সম্মুখীন হতে হয়েছে তাকে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।