ফরিদপুর পৌরসভার পানি শাখার কর্মচারী মিজানুর রহমান সিকদার মারা গেছেন
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
520 বার দেখা হয়েছে
০
ফরিদপুর পৌরসভার পানি শাখার কর্মচারী মিজানুর রহমান সিকদার মারা গেছেন।
ফরিদপুর পৌরসভার পানি শাখার কর্মচারী মিজানুর রহমান সিকদার (৪৬) শুক্রবার সকাল ৯ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ফরিদপুর পৌরসভার বর্তমান মেয়র শেখ মাহাতাব আলী মেথু ও ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া ফরিদপুর পৌর কর্মচারী সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
তার নামাজে জানাজা বাদ মাগরিব কর্মস্থল ঝিলটুলী পানিট্যাঙ্কিতে অনুষ্ঠিত হয়।
পরে তার লাশ দাফনের জন্য দেশের বাড়ি গোপালগঞ্জ নিয়ে যাওয়া হয়।