• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
শিবগঞ্জের বহালাবাড়ির ড্রেনের কাজ পরিদর্শনে ডাঃ শিমুল এমপি

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেছেন- ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ি মোড় এলাকায় অচিরেই ড্রেন নির্মাণ কাজ শুরু হবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সরজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঢাকা থেকে তিনটি পাইপ এনে আগামী বুধবার দিনব্যাপি কাজ শুরু হয়ে ওইদিনই শেষ হবে। পরবর্তী পয়:নিষ্কাশনের প্রধান সমস্যা সমাধানের লক্ষে ব্যক্তিগত অর্থায়নে আগামী কয়েকদিনের মধ্যে বহালাবাড়ি মোড় থেকে শুরু করে পাগলা নদীর সাঁকো পর্যন্ত পুন:নির্মাণের ব্যবস্থা করা হবে।

এছাড়া দ্রুত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কটি ফোর লেনে উন্নতি করা হবে। সে সময় স্থায়ী ড্রেনের সমস্যা সমাধানের লক্ষে বহালাবাড়ি মোড়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, এই কয়েকদিনের জলাবদ্ধতায় সড়কের যে ক্ষতি হয়ে সেটাও বুধবার সংস্কার করা হবে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল দশায় এলাকাবাসীর যে দুর্ভোগ পোহালচ্ছেন সেজন্য এমপি দু:খ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে যেকোন সমস্যা ছুটে আসবেন বলে আশ্বাস দেন তিনি।

এ সময় সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী জাহির হোসেনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সামান্য বৃষ্টিপাতে রাস্তার উপর পানি জমে থাকে। চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহলাবাড়ির মোড়ে সড়ক জনপদ বিভাগের রাস্তার পাশে ড্রেন থাকলেও জলাবদ্ধতায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ফলে পথচারীরা চলাচলে মারাত্মকভাবে দুর্ভোগে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।