নিয়ামতপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর নিয়ামতপুরে ১শ’ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর মোড়ের নওশাদ আলীর চায়ের দোকানের পশ্চিমে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বদলপুর গ্রামের বাদল আলীর ছেলে আজম আলী ওরফে বাবু (২২) কে ১শ’ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, আজম আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জানা যায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী।