বড় নেয়ামত – কবি হাবিবুর রহমান
বড় নেয়ামত
মোঃ হাবিবুর রহমান
থাকি যখন খুবই ভালো
সুস্থ শরীর আর সুন্দর মনে,
সবকিছু তখন লাগে ভাল
শুকরিয়া আর করি কয়জনে ?
সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত
অর্থ সম্পত্তির চেয়ে,
বুঝিনা আমরা সে গুরুত্ব
কেউ অসুস্থ না হলে।
শরীর কারো খারাপ হলে
মন খারাপ ও হয় তার সাথে,
গাড়ি, বাড়ি, টাকা- পয়সা
পারে না একটু শান্তি দিতে।
মুমূর্ষু রোগীকে জিজ্ঞেস করলে
জীবনের শেষ চাওয়া,
কোটি টাকা না চেয়ে বলবে,
সুস্থতাই হবে বড় পাওয়া।
পাওয়া না পাওয়ার হিসেব কষে
আফসোস না করি,
সুস্থ সবল আছি তাই
আল্লাহর শুকরিয়া আদায় করি।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।