ভাঙ্গায় গাড়ী চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু
মোঃ রমজান সিকদার,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২৫/০৯/২০২৪
ভাঙ্গা – ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গার গোল চত্বরের বেলী ব্রীজ সংলগ্ন এলাকায় বুধবার রাতে গাড়ি চাপায় অজ্ঞাত কিশোরের (১৮) মৃত্যু হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যে কোন গাড়ি ছেলেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ছেলেটির মাথা থেঁতলিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। মাথা থেঁতলে যাওয়ায় ছেলেটির পরিচয় শনাক্ত হয়নি এখনও। দুর্ঘটনার খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি থানায় নিয়ে আসি। লাশের পরিচয় শনাক্তর চেষ্টা চলছে । লাশটি আগামীকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ছেলেটির পড়নে কালো জিন্স প্যান্ট ও বোতল কালারের গেঞ্জি পড়া ছিল। তার পকেট থেকে একটি গাড়ীর চাবি পাওয়া গেছে।